রক্তনালী জালের মতো সারা শরীরে ছড়িয়ে আছে। রক্তনালীর মূল কাজ সারা শরীরে রক্ত সরবরাহ করা। বাংলাদেশে মৃত্যুর মূল কারণ সড়ক দূর্ঘটনা। আর সড়ক দূর্ঘটনায় মূলত রক্তনালী ছিড়ে বা কেটে গিয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে মানুষ মারা যায়। এছাড়া হার্টের মতো আপনার পায়ের রক্তনালীও বন্ধ বা ব্লক হয়ে যেতে পারে। রয়েছে আঁকাবাঁকা রক্তনালী, রক্তনালীর টিউমার, গ্যাংরিন নামক রক্তনালীর নানা পরিচিত রোগ। এসব রোগের চিকিৎসায় যিনি দক্ষতা অর্জন করেন তাঁকে বলা হয় ভাসকুলার সার্জন।
কিডনি রোগীদের ডায়ালাইসিস এর জন্য ফিস্টুলা তৈরি করতে একজন দক্ষ ভাসকুলার সার্জন এর ভূমিকা খুবই বেশি। ভাসকুলার সার্জন যে কাটাছেড়া করে রোগীর চিকিৎসা করেন তা নয়। ক্যাথ ল্যাবে বসে ইন্টারভেনশনের মাধ্যমে রিং বা স্টেন্ট বসিয়েও তাঁরা রোগীর চিকিৎসা দেন। কখনো কখনো চিকিৎসা দিতে তাঁরা অত্যাধুনিক লেজারের ও সাহায্য নেন। তাঁরা একাধারে রোগী দেখেন, কম্পিউটার বা ডুপ্লেক্স পরীক্ষা করেন, এ্যানজিওগ্রাম করেন, এ্যানজিওগ্রামের মাধ্যমে রিং বসান বা রক্তনালী প্রসারিত করে রক্ত সরবরাহ নিশ্চিত করেন। সেকারনে একজন ভাসকুলার সার্জন একাধারে ভাসকুলার, এন্ডোভাসকুলার ও লেজার স্পেশালিষ্ট সার্জন হয়ে উঠেন। বাংলাদেশে এমন চিকিৎসকের সংখ্যা হাতে গোনা দু’একজন।
এক ছাতার নিচে রক্তনালীর রোগীদের সেবা দেয়া এখানে তাই কল্পনাই করা যায় না। এ অসম্ভবকে সম্ভব করেছেন ভাসকুলার, এন্ডোভাসকুলার ও লেজার স্পেশালিষ্ট সার্জন ডা. জি এম মকবুল হোসেন, প্রতিষ্ঠা করেছেন ভাসকুলার কেয়ার সেন্টার। রক্তনালী রোগের সব চিকিৎসা এক সাথে, এক ছাতার নিচে। |